সকাল নারায়ানগঞ্জঃ সোনারগাঁয়ে পৃথক দুইটি ডাকতির ঘটনায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যে গাড়িসহ দুই টি মাইক্রোবাসে অস্ত্রের মুখে নগদ ৫৬ হাজার টাকা ও নয়টি মোবাইল লুট করেছে দুর্বিত্তরা। এসময় জিম্মিদের মারধরসহ দেড় ভরি স্বর্ণালঙ্কার ও একটি ডিএসএলআর ক্যামেরাও লুট করে নেয় ডাকাত দল।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার মঙ্গলেরগাঁও ও দুধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
তবে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মজিবুর রহমানের গাড়িতে ডাকাতি প্রসঙ্গে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ডাকাতির ব্যাপারটি জানা নেই। ঘটনা ঘটে থাকলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মজিবুর রহমান বলেন, আমার আত্মীয়কে এয়ারপোর্টে বিদায় জানিয়ে বাড়ি ফিরার পথে রাত আড়াইটার দিকে মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় পরিত্যক্ত পুলিশ ফাঁড়ির সামনে মুখোশধারী একদল ডাকাত আমার গাড়ি আটকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময আমাদের মারধর করে নগদ ১৪ হাজার টাকা ও তিনটি মোবাইল নিয়ে যায়।
পরদিকে পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনার আধা ঘণ্টা আগে কক্সবাজার থেকে বেড়িয়ে আসা দুধঘাটা গ্রামের পাঁচ যুবক বহনকারী আরেকটি মাইক্রোবাসেও ডাকাতি সংঘটিত হয়। তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার টাকা, ছয়টি মোবাইল ও একটি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যায়।