সকাল নারায়ানগঞ্জঃ গ্রেফতারের১৩ দিন পরমহানগর বিএনপির সিনিয়র সহসভাপত অ্যাড. সাখাওয়াত হোসেন খান শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিনের আবেদন করলে প্রতিদিনের হাজিরা শর্তে তার জামিন মঞ্জুর করেন আদালত।
সাখাওয়াতের আইনজীবী এড. আব্দুল বারী ভূইয়া জানান, জামিনের আবেদন করলে আদালত প্রতিদিনের হাজিরা শর্তে অ্যাড. সাখাওয়াতের জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর তাকে বাড়ি থেকে গ্রেফতারের পর ২০১৮ সালের মে মাসের একটি নাশকতা মামলায় তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে ২০ ও ২১ ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।