সকাল নারায়ানগঞ্জঃ বৃহস্পতিবার (২ জানুয়ারি) পিএসআইজি লাইনের সঙ্গে যুক্ত ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের উভয় পাশের এলাকায় ১০ ঘণ্টাব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় নবনির্মিত গ্যাস লাইনের সঙ্গে বিদ্যমান লাইনের সংযোগ স্থাপন কাজের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানায় তিতাস।
তিতাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় পাগলা নন্দলালপুর রেলক্রসিং এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সঙ্গে নবনির্মিত গ্যাস পাইপলাইনের সংযোগ স্থাপনের জন্য এই ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এই সময়ে কদমতলী থেকে পঞ্চবটী পর্যন্ত নারায়ণগঞ্জ ঢাকা সড়কের উভয় পাশের এলাকা, তালতলা মোড় থেকে জালকুড়ি পর্যন্ত, রসুলপুর বউবাজার এলাকা, পাগলা বাজার থেকে নন্দলালপুর পর্যন্ত, ফতুল্লা পোস্ট অফিস রোডের উৎসস্থল থেকে শিবু মার্কেট হয়ে হাজিগঞ্জ মোড় পর্যন্ত ও সংলগ্ন এলাকায় গ্যাস থাকবে না।