সকাল নারায়ানগঞ্জঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফতুল্লায় ২৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় ফতুল্লা আলীগঞ্জ স-মিল রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত কবিতা বেগম (৩১) ওই এলাকার মাদক ব্যবসায়ী রাসেলের স্ত্রী। এই দম্পাতি দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় হেরোইন ব্যবসা করে আসছিল এবং তারা পেশাদার মাদক ব্যাবসায়ী মর্মে গোপন তথ্যে জানা যায়।
বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে অনুসারে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর একটি টিম ফতুল্লা আলীগঞ্জ স-মিল রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২৫ গ্রাম হেরোইন এবং ২ হাজার টাকাসহ কবিতা বেগম (৩১)কে গ্রেপ্তার করা হয় । এসময় আসামী কবিতার স্বামী মো. রাসেল (৪০) পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।