সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি :
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা আক্তার বলেন কেন আমরা তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত দেশের দিকে অগ্রসর হবো না।
কারন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজিবি মানুষের অধিকার আদায়ে এবং তাদের উনন্ত জিবন ব্যাবস্হা গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন আমরা মধ্যম আয়ের দেশে উপস্হিত হয়েছি । এই দেশ কে নিয়ে কউ যেনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না ।
এখন আর রাজপথে আন্দোলন সংগ্রাম করে শ্রমিকের দাবী আদায় করতে হয় না। আজকে দেশের শ্রমিকদের দাবী আদায়ে মালিক শ্রমিক সহ সকলের সম্মিলিত সহোযগিতায় আলোচনার মাধ্যমে তাদের অধিকার ফিরে পাচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিভাগিয় শ্রম দপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১টায় চাষাড়া বিভাগীয় শ্রম দপ্তরে মহান মে দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় শ্রম দপ্তরের পরিচালক মোঃ খোরশেদুল হক ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ শফিউল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, চেম্বার অফ কর্মাসের সহ সভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, আব্দুস সালাম, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃআবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, শ্রমিকলীগ নেতা হুমায়ুন আহমেদ ফিরোজ আহমেদ কাউছার প্রমুখ।