সকাল নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দেপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় আটককৃত ডাকাতদের হাসপাতালে চিকিৎসা শেষে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার (১৬ এপ্রিল) মধ্যে রাতে ৩টার দিকে তাদের আটক করে এলাকাবাসী।
আটককৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে মাসুম ও একই গ্রামের সামসুল হকের ছেলে রিপন।
পুলিশ জানায়, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে শনিবার দিনগত রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চারদিক থেকে ঘিরে দুই ডাকাত সদস্যকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান। আটক দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ডাকাতি প্রস্তুতকালে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ডাকাত দলের দুই সদস্যকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।