সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকার বাগদাদ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ডিমাতলী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ (৪২) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর কেওডালা এলাকার মৃত হাসান আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের ১৬ হাজার ২০০ টাকা, মাদকের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী ও মাদক বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারী) র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কুমিল্লা থেকে পিকআপ গাড়ীতে করে মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসতেছে। সেই ধারাবাহিকতায় বন্দর উপজেলার মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকার বাগদাদ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে চেকপোষ্ট বসাই, সেখানে একটি নীল রংয়ের পিকআপ আটক করে মাদকসহ তাদের গাড়ীটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।