স্টাফ রিপোর্টার (আশিক): শরীয়তপুরের গোসাইর হাট বাজার এলাকা থেকে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর আবু সুফিয়ান হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাইদ আহম্মেদ টিটুকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) র্যাব-১১ ও র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। গ্রেফতারকৃত মোঃ সাইদ আহম্মেদ টিটু ঢাকার বংশাল থানাধীন ৯৫ আগামাসি লেনের মোঃ বাহাউদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বিকেলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার ও উপ পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ভিকটিম মোঃ আবু সুফিয়ান (২৫) মোটরসাইকেল যোগে সাইনবোর্ড থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে পিডিকে পেট্রোল পাম্পের সামনে পৌছালে ঢাকা মেট্রো ব-১৪-৪৬৪৯ সি.ডি.এম ট্রাভেলস নামক বনভোজনগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপ দেয়। তখন আবু সুফিয়ান মোটরসাইকেল যোগে বাসটিকে থামালে বাসের মধ্যে থাকা চালক, হেলপার ও বনভোজনগামী আনুমানিক ২০-২৫ জন অজ্ঞাতনামা যাত্রী বাস থেকে নেমে ভিকটিমকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে এবং পা দিয়ে ভিকটিমের গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ২০ জানুয়ারী এ বিষয়ে ভিকটিমের চাচা মোঃ জজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং ৩৭) দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-১ ছায়াতদন্ত শুরু করে। তারই প্রেক্ষিতে ১ ফেব্রুয়ারী শরীয়তপুর জেলার গোসাইরহাট থেকে আসামী মোঃ সাইদ আহম্মেদ টিটু (৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।