ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্বজনপ্রীতি নয়, সবকিছু সুষমবণ্টন করা হবে। দেখা যায় যাদের একটু প্রভাব রয়েছে তারা বিভিন্ন জায়গায় অগ্রাধিকারভিত্তিতে সুযোগ সুবিধা ভোগ করে। আমরা চাই সুযোগ সুবিধার ক্ষেত্রে সকলে সমান ভাগ পাবে। সকল সেক্টর থেকে দুর্নীতি দূর করাই হবে আমাদের প্রথম কর্মসূচি।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় ২২ ও ২৩নং ওয়ার্ডে মুফতি মাসুম বিল্লাহ হাতপাখার গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, মাদক ও ভেজালমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে অগ্রগণ্য। পাশাপাশি মজুতদারী, কালোবাজারী বন্ধ করে ভোক্তাদের অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সহ-সভাপতি গিয়াসুদ্দিন মুহাম্মাদ খালিদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সহ অর্থ সম্পাদক তাজউদ্দীন আহমদ, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মুহা. আবুল বাশার খান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এম. শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মুহা. মোস্তফা তালুকদার প্রমুখ।