সকাল নারায়ণগঞ্জঃ
নারায়নগন্জ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী তৃতীয় দিনের নির্বাচনি প্রচারনা করেন বৃহত্তর জামতলা এলাকায়।
শুক্রবার (৩১শে ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর জামতলা মসজিদ গল্লি এলাকায় তিনি নৌকা প্রতিকে ভোটারদের কাছে দোয়া চেয়ে চাইলেন ভোট। মেয়র আইভী এলাকায় এসে পৌছলে সেখানে নারী ভোটাররা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর পর তিনি ভোটারদের নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকাবাসীর সহোযোগিতা কামনা করেন। মেয়র আইভী এমপি গল্লি, হাজী ব্রাদার্স সড়ক, ধোপাপট্টি, শাহীন ডাক্তারের গল্লি এলাকার সাধারন মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। জামতলা এলাকায় প্রচারনা শেষে যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহ’র বাড়ীতে যেয়ে ফয়েজের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি।
এসময় উপস্থিত ছিলেন নারায়নগন্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগের সভাপতি আব্দুল কাদির, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, রানু খন্দকার, শফিকুল ইসলাম লিটন, আলহাজ্ব মুজিবুর রহমান, হাফেজ কামাল হোসেন, জলুর রহমান চৌধুরী, মোঃ সুলতান আহমেদ, খোকন ভুইয়া, সোহেল মিয়া, সাঈদা বেগম,মোঃ জুয়েল হোসেন, গোলাম মাওলা, প্রমুখ।