স্টাফ রিপোর্টার (আশিক): ২৪ ঘন্টার মধ্যে র্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন এসএসসি পরীক্ষার্থী ইফতেখার হাসান ইমন (১৮) হত্যা মামলার এজাহার নামীয় প্রথম তিনজনসহ ০৪ জন আসামী গ্রেফতার।
গত ২০ ডিসেম্বর পূর্বশত্রুতার জের ধরে এসএসসি পরীক্ষার্থী ভিকটিম ইখতেখার হাসান ইমন (১৮)কে মোঃ নাছির উদ্দীন @ মুরগা নাছির ও তার সহোযোগিরা মিলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে চলে যায়। পরবর্তীতে স্থানীয় জনগন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে পরিবার ঢাকা মেডিকেল এ নিয়ে গেলে ঐদিন রাত আনুমানিক ৯.৪৫ মিনিটে তার মৃত্যু হয়। ভিকটিম এর চাচা ২২ ডিসেম্বর বাদি হয়ে ১২ জন এজাহারভুক্ত ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে র্যাব-১১,সিপিসি-২ কুমিল্লা ছায়া তদন্ত শুরু করে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এজাহার নামীয় প্রথম তিনজন আসামি সহ মোট চারজন আসামি গ্রেফতার করে।