সকাল নারায়ণগঞ্জঃ
আসন্ন সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন কাউন্সিলর শওকত হাসেম শকু।
সোমবার (২০ ডিসেম্বর) শওকত হাসেম শকুর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
কাউন্সিলর শওকত হাসেম শকুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করায় সোমবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব ডনচেম্বার জামে মসজিদ সংলগ্ন মামস জিমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমার মমনোনয়ন বৈধ হয়েছে। আমি ১২নং ওয়ার্ডে আবারও নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আপনাদের সকলের পাশে থাকতে চাই।