সকাল নারায়ণগঞ্জ:
সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই” এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযাদ্ধা শেখ মোহাম্মদ দিলোয়ার হোসেন দুলুর সাথে শিশুদের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচী পালন করেছে “স্লোগান”।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। এসময় শিশুরা বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বে স্বাধীনতার অমর বাণী “জয় বাংলা” স্লোগান দিয়ে মুখরিত করে তোলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গন।
ভিন্নধর্মী এই কর্মসূচী আয়োজনের বিষয়ে স্লোগান সংগঠনের মুখপাত্র জানান, “মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়ে সমৃদ্ধির সোপান বেয়ে আজকের বাংলাদেশকে সোনার বাংলাদেশে পৌঁছে দেওয়ার প্রত্যয় জানায়িছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিশ্বাস করি নতুন প্রজন্মই একদিন সোনার বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে।
“তার জন্য মুক্তিযুদ্ধে বিজয়ের মর্ম, এর ইতিহাস আমাদের সন্তানদের বুঝতে হবে, জানতে হবে। তাদের জানাতে হবে। তাই বিজয়ের চেতনা আমাদের নতুন প্রজন্মের মাঝে বুনন করার উদ্দেশ্যেই স্লোগান সংগঠনের সদস্যদের সন্তানদের নিয়ে আমাদের এই কর্মসূচীর আয়োজন। ওরা যেন বুঝতে পারে স্বাধীনতা কী, এর মর্যাদা কী এবং এর মর্যাদা কীভাবে অক্ষুণ্ণ রাখতে হয়, সেটাই এই প্রজন্মকে শেখানো উচিত।