স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত ও চাষাড়া সোনালী ব্যাংক থেকে শুরু করে চাষাড়া হকার্স মার্কেট পর্যন্ত হকারদের কাছ থেকে চাঁদানিয়ে রাজত্ব করছে কিছু দালালেরা। পাশাপাশি সোনালী ব্যাংকের সামনে হাট জমিয়েছে অবৈধ সিএনজি স্ট্যান্ড।
জানা গেছে হকার হকার জুবায়ের মৃত্যুর পর আসামী আসাদসহ সাঙ্গপাঙ্গদের মামলা শেষ করতে চাঁদা তুলে কালামসহ আরও কিছু দালালেরা।
কালাম ৪-৫ টা ভ্যানগাড়ি বসিয়ে চাঁদা তুলে। তারা মালিক পরিচয়ে দৈনিক হকারদের কাছ থেকে টাকা তুলে। পুলিশের নামেও তারা চাঁদা তুলে এমন অভিযোগও পাওয়া গেছে।
পথচারীদের অভিযোগ, এই হকার ও অবৈধ সিএনজি স্ট্যান্ড এর কারণে যানজট লেগে থাকে আর এই সুযোগে ছিনতাইকারী ও পকেটমাররা পথচারীদের ব্যাগ থেকে টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। এই অবৈধ স্ট্যান্ড ও হকাররা না থাকলে যানজট যেমন কমবে তেমনি ছিনতাইকারী ও পকেটমারদের আনাগোনাও কমে যাবে।