সকাল নারায়ণগঞ্জঃ
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে নেতৃবৃন্দদের নিয়ে কেক কাটে জেলা শ্রমিকলীগ।
এসময় জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদল।
আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম আহবায়ক হাজি আবদুল মান্নান মেম্বার, মো. সিরাজুল হক প্রমুখ।
এর আগে চাষাড়া বিজয়স্তম্ভ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। এসময় র্যালীটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিয়া হল প্রাঙ্গণে এসে শেষ হয়।