সকাল নারায়ণগঞ্জঃ
সোমবার ২০শে সেপ্টেম্বর ২০২১ইং সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর আয়োজনে বিশিষ্ট আলেমগণের সাথে মত বিনিময় ও বিপ্লবী রাহবারগণের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শরীয়াহ বিষয়ক উপদেষ্টা আল্লামা ওমর ফারুক সন্দ্বীপি।
ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি ডাঃ মুহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লামা সৈয়দ ফজলুল করিম রহ. ছিলেন যুগ শ্রেষ্ঠ একজন শাইখুল হাদীস। তিনি জীবন দশায় মহান আল্লাহর পথে মানুষকে পরিচালিত করার জন্য ব্যাপক ভূমিকা রাখেন। হযরত বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ লক্ষ মুফতি ও মুয়াদ্দেছ তৈরি করে এদেশে প্রকৃত ইসলাম প্রচারে কাজ করে গেছেন। আমরা আল্লামা সৈয়দ ফজলুল করিম রহ. কে চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (প্রবাস) মাওলানা আল আমিন খলিফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ নূর হোসাইন, সহ সভাপতি গিয়াসুদ্দীন মুহাম্মদ খালিদ, নারায়ণগঞ্জ জেলা দ্বীনি সংগঠন এর সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাল, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসেন কাজল মাষ্টার, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হাসান আলী, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ছাত্র ও যুব সম্পাদক মুফতি ইমদাদুল হক, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি এম শফিকুল ইসলাম।
এছাড়াও আলোচনা সভায় আমন্ত্রিত বিশিষ্ট ওলামায়েকেরাম হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদে খতিব ও মুহতামিম হাজীপাড়া মাদ্রাসা হযরত মাওলানা আব্দুল আউয়াল, জামিয়া আশ্রাফিয়া রহমাতুল্লাহ আমলাপাড়া’র মুহতামিম হযরত মাওলানা আব্দুল কাদির, জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ এর মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু তাহের জিহাদী, জামিয়া কাছেমুল উলুম মাদানীয়া কাশীপুর এর শাইখুল হাদীস হযরত মাওলানা আব্দুস সবুর প্রমুখ।