সকাল নারায়ণগঞ্জ অনলাইন ডেস্কঃ
মোস্তাফিজের কাটার কিভাবে মোকাবিলা করবেন সিরিজ শুরুর আগে অনুশীলনে অনেকবারই তা চেষ্টা করেছেন অসি অধিনায়ক ম্যাথিউ ওয়েড।
শটটি হলো -পেসারের বিপক্ষে অফ স্টাম্পের বাইরে গিয়ে প্যাডেল সুইপের মতো করে স্কয়ার লেগের ফিল্ডারদের মাথার ওপর দিয়ে মারা।
কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখা গেল মোস্তাফিজের সেই শটেই বোল্ড হয়ে ফিরলেন ওয়েড। একই কপাল অসি স্পিনার অ্যাশটন অ্যাগারের। মোস্তাফিজের শর্ট বলে কাটার মেশানো ডেলিভারি যে হঠাৎ এভাবে লাফিয়ে উঠবে তা জানেনই না অ্যাগার। নিজের মুখ বাঁচানো খেয়ালে কখন যে তার ব্যাট ছুঁয়ে বল কিপার নুরুল হাসান সোহানের গ্লোভসে তা টেরই পেলেন না অ্যাগার।
আউট হওয়ার পর বিস্ময় প্রকাশ করেন অ্যাগার। সতীর্থ অ্যান্ড্রু টাইকে বলেছিলেন, ‘এটা কীভাবে সম্ভব!’
মূলত মোস্তাফিজের এসব স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হচ্ছেন অসি ব্যাটসম্যানরা।
বিষয়টি পরে নিজ দেশের এক সাংবাদিকের কাছে স্বীকারও করে নেন অ্যাগার। বলেন, ‘মোস্তাফিজ একজন অবিশ্বাস্য বোলার। এককথায় দুর্দান্ত। বিশেষ করে ওর স্লোয়ার অসাধারণ। এমন সামর্থ্য বিশ্বের আর কোনো পেসারের নেই। সত্যি তা চোখধাঁধানো। আপনি যদি স্লো মোশনে মোস্তাফিজের বোলিং দেখেন তখন বিশ্বাস করবেন যে, এটা তার দারুণ দক্ষতা। ওর ওই বলটা স্লোয়ার বল কিন্তু ওতটা স্লো না। আমি কাল যেভাবে আউট হলাম, সেটা লাফিয়ে উঠেছে। কিন্তু কখনো এই বলটাই নিচু হয়ে আসবে। বাঁক খাবে। একেক সময় একেক রকম আচরণ করবে।’