সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জের সদর উপজেলা আলীরটেক ইউনিয়নের ডিগ্রিরচর গুদারা ঘাটে কিশোর গ্যাংদের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় এলাকায় চিহ্নিত কিশোর গ্যাং হিসাবে পরিচিত মাদকসেবিরা ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নূর হোসেনের উপর অতর্কিত হামলা চালায় এবং তার কাছ থেকে পয়ষট্টি হাজার টাকা ছিনিয়ে নেয়।
বুধবার (৭ জুন) সকালে ডিগ্রিচর গুদারাঘাটে পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাং এর প্রধান নাজমুল, সোহাগ, জুনায়েদ সহ আরও চার পাঁচজন মিলে সাবেক মেম্বার নূর হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এই ঘটনায় আহত নূর হোসেন ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে ও অভিযোগে জানাযায়, আলীরটেক ইউনিয়নের ডিগ্রিচর গ্রামে এই কিশোর গ্যাং এর উৎপাত দিনদিন বেড়েই চলেছে। এরা এলাকায় ছিনতাই, মাদকাসক্ত,এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এই কিশোর গ্যাং এর বিশ পঁচিশ জনের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। এরা রাতের আঁধার লোকজনকে আটকিয়ে ছিনতাই, এলাকায় ইভটিজিং এবং সব ধরনের অপরাধের সাথে জড়িত। গত কয়েক মাসে কিশোর গ্যাংদের এ রকম অনেক অভিযোগ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ সদর থানার ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, উক্ত ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।