সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর দারুস সালাম এলাকা হতে অস্ত্র ও মাদকসহ ০১ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৪। পিস্তল, গুলি ও মাদক উদ্ধার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ জুন) রাত ১২টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি দেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি এবং ১১০ পিস ইয়াবাসহ ০১ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন, আব্দুল কাদের (২৩), জেলা- রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার নামে বিভিন্ন থানায় অপহরণসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা করে আসছিলো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।