সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার
দিন কিংবা রাত অবাধেই মাদক বিক্রি ও সেবন এখানে যেন সাধারণ ব্যাপার। অথচ কিছু দূরেই পুলিশ সুপারের কার্যালয় হলেও আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেইসব মাদক বিক্রেতা ও সেবনকারীরা চালিয়ে যাচ্ছে তাদের রমরমা মাদক ব্যবসা। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাদক বিক্রি করছে।
শুধু তাই নয়, রাত হলেই এখানে পেথেডিন ও গাঁজাসেবীদের মেলায় রূপ নেয়। বিশেষ করে বিপথগামী অনেক শিল্পপতির দুলাল ও কিছু ছিন্নমূল শিশু সহ টোকাই, ছিনতাইকারীরাও অসৎভাবে উপার্জিত অর্থ দিয়ে কিনে নেয় মরণ নেশা হেরোয়িন।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, এখানকার চিহ্নিত মাদক কারবারী খাদেম, রুমি, আজিজ ও ইতিবুছি।
কিছুদিন পর পর কয়েকজনকে ধরে পুলিশ মামলা দেয়, কিন্তু তারা জামিনে বের হয়ে আবারও এই স্পটে রমরমা ব্যবসা শুরু করে। কিছু নামধারী সাংবাদিকরা এখান থেকে মাসোয়ারা নিচ্ছে।
তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক।
স্থানীয় দের দাবি এদের কে আইনের আওতায় নিয়ে চাঁনমারী কে মাদক মুক্ত সমাজ ফিরিয়ে দেক।