সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার
ফতুল্লা থানার শীর্ষস্থানীয় দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রোববার (২০ জুন) সকালে ফতুল্লা মডেল থানাধীন চাঁনমারী এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লা মডেল থানার শিবু মার্কেট এলাকার আবুলের ভাড়াটিয়া মৃত সদজ্জা মিয়ার স্ত্রী শাহানাজ বেগম ওরফে চাচি (৫০) ও শারজাহান রোলিং মিলস এলাকার ফাহিমের স্ত্রী লাকি আক্তার শিরিন (৪৫)। এসময় তাদের নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানান, গ্রেফতারকৃতরা ফতুল্লা থানা এলাকার শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে অর্ধ ডজনেরও বেশী মাদক মামলা রয়েছে।