সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
র্যাবের অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে অপহৃত হওয়া ভিকটিম উদ্ধার ও ০৭ অপহরণকারী গ্রেফতার।
বুধবার (১৬ জুন) অনুমানিক রাত আড়াই টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর কাঠুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে অপহৃত হওয়া ভিকটিম মোঃ শাহজাহান (২২) কে উদ্ধার করে এবং ০৭ অপহরনকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অপহরনকারীরা হলেন, মোঃ আসলাম (২৫), সৈয়দ আল আমিন (২২), মোঃ ফয়েজ উল্লাহ (২০), মোঃ রহমত উল্লাহ সরকার (১৮), সৈয়দ মোরসালিন (১৮), মোঃ ইমরান (১৮) ও মোঃ শাহদাত হোসেন (১৮)। এসময় তাদের নিকট হতে ০৯ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গত ১৪ জুন সকালে প্রতিদিনের মত ভিকটিম মোঃ শাহজাহান (২২) তার কর্মস্থলে যায়। কিন্তু রাত গভীর হয়ে গেলেও ভিকটিম কর্মস্থল থেকে তার বাসায় না ফিরলে ভিকটিমের পরিবারের সদস্যরা তার সন্ধানের বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে। পরের দিন ১৫ জুন সকালে অপহরনকারীরা ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বড় ভাইয়ের মোবাইল নম্বরে ফোন করে ভিকটিমের অপহরনের কথা জানায় এবং ভিকটিমের উচ্চ স্বরে কান্নার শব্দ শোনায়। অপহরনকারীরা ভিকটিমের মুক্তিপনের জন্য বিকাশের মাধ্যমে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দাবী করে এবং টাকা না পেলে ভিকটিমকে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই র্যাবের নিকট অভিযোগ করে। র্যাব-১০ ভিকটিমকে উদ্ধার করার জন্য তাৎক্ষনিক একটি বিশেষ টিম নিয়োগ করে। পরবর্তীতে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ছায়া তদন্তের মাধ্যমে বুধবার (১৬ জুন) আনুমনিক রাত আড়াই টায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর কাঠুরিয়া এলাকায় অপহরনকারীদের দখল হতে ভিকটিম মোঃ শাহজাহান (২২) কে উদ্ধর করে এবং ০৭ জন আপহরকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।