সকাল নারায়ণগঞ্জঃ
চাঁদমারীতে মাদক ব্যবসা এখন ‘ওপেন সিক্রেট’ বলেও মন্তব্য স্থানীয়দের।
খোঁজ নিয়ে জানা গেছে, এক সময় ক্রাইমজোন ও মাদকের আস্তানা হিসেবে পরিচিত ছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাত্র শ’ খানেক গজ দূরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের (সংযোগ সড়ক) পাশে অবস্থিত চাঁদমারী বস্তি। ওয়ান ইলেভেনের সময় এ বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় সেনাবাহিনী। সে সময় প্রকাশ্যে অবৈধ মাদক বিক্রি অনেকাংশে কমে যায় এ জেলায়।
কিন্তু পরে উচ্ছেদ করা বস্তির আশেপাশের এলাকাতে আবারো নতুন করে ছোট ছোট বস্তি গড়ে উঠে। এসব বস্তিসহ চাঁদমারীর এলাকা থেকে নতুন কোর্ট পর্যন্ত এলাকাজুড়ে প্রকাশ্যে বিক্রি হয় মাদক। বস্তির বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে অভিনব কায়দায় বিক্রি হচ্ছে মাদক। বিভিন্ন বয়সী নারী পুরুষ সাংকেতিক ‘শিষ’ বাজিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি করলেও সেখানে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনও অভিযান।
মাদক ব্যবসায় আজিজ ও তার স্ত্রী ইতি(বুচি) চাঁদমারীতে গরে তুলেছে মাদকের সম্রাজ্ব।