সকাল নারায়ণগঞ্জ অনলাইন ডেস্কঃ
সবশেষ শ্রীলংকা সফর থেকে ছুটি নিয়ে ভারতে আইপিএল খেলতে গিয়ে কঠোর সমালোচনার মধ্যে পড়েন সাকিব আল হাসান।
সেই সময় সাকিব ইস্যুতে খুবই কঠিন সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। তখন বিসিবির পক্ষ থেকে জানানো হয়, যারা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকবে তারা চাইলেই ছুটি নিয়ে বিদেশে গিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবে না।
আইপিএলের তিক্ত অভিজ্ঞতা থেকেই হয়তো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অনুমতি পাবেন না সাকিব।
সিপিএলের এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসে খেলার সুযোগ পেয়েছেন সাকিব। অতীতেও এই দলের হয়ে সিপিএল শিরোপা জিতেছে সাকিব আল হাসানরা।
আসন্ন সিপিএলের সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। এরপর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। তাই সেই সময়ে সাকিবের সিপিএলে খেলা অনিশ্চিত।
এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিরিব পরিচালক আকরাম খান জানিয়েছেন, সাকিব আল হাসানের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে আমরা আমাদের সেরা দল নিয়েই মাঠে নামতে চাই।