সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে গনপরিবহন ও পুণ্যপরিবহন চালুর দাবিতে স্মারক লিপি প্রধান করেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৫৫৮)।
মঙ্গলবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ এই স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৫৫৮) এর সাধারন সম্পাদক হাজী বজলুর রহমান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী বজলুর রহমান রিপন তিনটি দাবীর কথা বলেন,
(১) স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গনপরিবহন ও পন্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে।
(২) সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রধান করতে হবে।
(৩) সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ও,এম,এস এর চাউল বিক্রির ব্যবস্থা করতে হবে।