সকাল নারায়ণগঞ্জঃ কাস্টমস বন্ড কমিশন অভিযানে প্রায় দশ টন বন্ডেড সুতা উদ্ধার করেছে। উদ্ধারকৃত সুতার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের টানবাজারে ওই অভিজান পরিচালিত হয়। এ সময় গোডাউনটি সিলগালা করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ঢাকা কাস্টমস বন্ড কমিশনের ডেপুটি কমিশনার রিজভী আহমেদ
রিজভী আহমেদ জানান, দীর্ঘদিন যাবৎ বন্ডেড সুতা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে বলে আমাদের অভিযোগ ছিল। এই বন্ডেড সুতা খোলা বাজারে চলে যাওয়াতে দেশীয় শিল্প হুমকির মুখে পড়ছে। দেশীয় শিল্প রক্ষার্থে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করি। তারই সূত্রধরে আমরা নারায়ণগঞ্জের টানবাজারে অভিযান চালাই। অভিযানে একটি নামবিহীন গোডাউন ও একটি ট্রাক থেকে প্রায় দশ টন সুতা উদ্ধার করেছি। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। দেশীয় শিল্প রক্ষার্থে কাস্টমসের