1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
মিথ্যা বিয়ের সম্পর্ক, নিপীড়ন ও তাড়ি‌য়ে দেয়া; ইনবক্সে তথ্য ও পু‌লি‌শের ব্যবস্থা - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন”- শীর্ষক মহিলা পরিষদের মানববন্ধন ব্যাটারি চালিত ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের সংঘর্ষের মাঝখানে সাহসী ভূমিকা এড. টিপুর নারায়ণগঞ্জ সদর উপজেলার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত  আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মতবিনিময় সভা  ”নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাসিক প্রশাসক’র ড্রেনেজ ব্যবস্থাপনার নির্মাণ কাজ পরিদর্শন  লুটপাট-ছিনতাই-সন্ত্রাস-চাঁদাবাজী-খুন-ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন   তথ্য প্রযুক্তির যুগে সাক্ষরতা অর্জনে ডিজিটালাইজেশন অত্যাবশ্যক। – আনন্দধাম  মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ  ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী

মিথ্যা বিয়ের সম্পর্ক, নিপীড়ন ও তাড়ি‌য়ে দেয়া; ইনবক্সে তথ্য ও পু‌লি‌শের ব্যবস্থা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১ মে, ২০২১
  • ১৩০ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টার (আশিক)

মেয়েটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। পড়াশুনার এক পর্যায়ে এক ব্যক্তির সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়ে। লোকটির পরিবারের আর্থিক অবস্থা বেশ ভাল। মেয়েটির পরিবারও শিক্ষিত।

মধ্যবিত্ত পরিবার। সম্পর্কের এক পর্যায়ে সেই ব্যক্তির কয়েকজন বন্ধুর উপস্থিতিতে তারা বিয়ে করে ফেলে একদিন। কোনো স্বাভাবিক ও গ্রহন‌যোগ্য বিয়ে ছিল না এটা।

কোত্থেকে এক মৌলভী এনে তার মাধ্যমে বিয়ে পড়ানো হয়।  মেয়েটিকে বোঝানো হয়। ধর্মমতে এটাই বিয়ে। মেয়েটিও লোকটিকে বিশ্বাস করে। তারা মিশতে থাকে।

লোকটির চলাফেরায় এক পর্যায়ে মেয়েটির সন্দেহ হয়। অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে লোকটি। মেয়েটি চ্যালেঞ্জ করে। মেয়েটিকে অস্বীকার করে লোকটি। একপর্যা‌য়ে, তাকে ভালোয় ভালোয় সরে যেতে বলে। মেয়েটি লোকিটর পরিবারের কাছে যায়। খুলে বলে সব কথা।

কেউ তাকে পাত্তা দেয় না। কোনো প্রমানও নেই তার কাছে। মানসিকভাবে ভীষন ভেঙে পড়ে মেয়েটি। সে তার বড় বোনের কাছেও সব খুলে বলে; আগে জানায়নি কাউকে। মে‌য়ে‌টির বড় বোন কাছাকাছি বয়সের, পিঠেপিঠি।

প্রতিদিন মানসিকভাবে আরো বেশি করে ভেঙে পড়ছিল মেয়েটি। আত্মহত্যার উদ্যোগ নিয়েছে কয়েকবার। বড় বোনটি প্রবলভাবে তার পাশে দাঁড়ায়।

একপর্যায়ে বড়বোনটি বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজের ইনবক্সে তার ছোটো বোনের জন্য সহযোগিতা চেয়ে বার্তা প্রেরণ করে। মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স সেই বার্তা পেয়ে খিলগাঁও থানার অফিসার ইন চার্জ মো. ফারুকুল আলমকে বার্তাটি প্রেরণ করে সেই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। 

মেয়েটি ও তার পরিবারকে সেদিনই থানায় ডাকেন ওসি। ছে‌লে‌টি ও তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পুলিশি ও আইনি ঝামেলা এড়াতে লোকটির পরিবার ‌মে‌য়ের পরিবা‌রের সা‌থে যোগা‌যোগ ক‌রে। আনুষ্ঠানিক বিয়ে আয়োজনের প্রস্তাব দেয়।

উভয় পক্ষের সম্মতিতে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েক দিনের মধ্যেই একটি সম্মানজনক দেনমোহর ধার্য করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কিছুদিন পর ইনবক্সে আবারও বার্তা। মেয়েটির সাথে তার শ্বশুড়বাড়ির লোকজন ভাল আচরন করছে না। তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এক পর্যায়ে তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়া হয়। মেয়েটি তার শ্বশুড়বাড়ির সামনেই অবস্থান করছিল। স্থান ত্যাগ করেনি সে। বার্তাটি ওসি খিলগাঁওকে পাঠিয়ে পুনরায় এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং।

ওসি খিলগাঁও ঘটনাস্থলে দ্রুত একটি মোবাইল টিম প্রেরণ করেন। মেয়েটিকে তার শ্বশুড়বাড়িতে তুলে দেয়া হয়। প‌রি‌স্থি‌তি আঁঁচ কর‌তে পে‌রে মেয়েটির স্বামী এবং অন্য অভিযুক্তরা বাড়ি ছেড়ে আগেই পালায়।

মে‌য়ে‌টির নিরাপত্তার জন্য পু‌লি‌শের একটি মোবাইল টিম বাড়ির সামনে অবস্থান করে। মেয়েটির কাছ থেকে একটি অভিযোগ গ্রহন করা হয়। তাৎক্ষনিকভাবে আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে। 

শ্রদ্ধা‌ন্তেমো.সো‌হেল রানাএআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স)বাংলা‌দেশ পু‌লিশ

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL