সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন করোনা হিরো খ্যাত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে গিয়ে এই ভ্যাকসিন গ্রহণ করেন।
ভ্যাকসিন গ্রহণ শেষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, রোযা রেখেও ভ্যাকসিন গ্রহণ করা যায়।
এতে কোনো সমস্যা হয় না। আমি নিজেও রোযা রেখে ভ্যাকসিন গ্রহণ করেছি। ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি সতর্কও থাকতে হবে।
তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন ধরেই বেড়ে চলছে। এমতাবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করছি। অন্যথায় এই মহামারি থেকে মুক্ত পাওয়ার উপায় নেই। সবাইকে সতর্ক হতে হবে।
প্রসঙ্গত, করোনা চলাকালিন সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ লাশের কাফন দাফন সহ বিভিন্ন কর্মকান্ড করে আসছেন। লাশের দাফন কাফনরা স্বজনরা এগিয়ে না আসলেও খোরশেদ ঠিকই এগিয়ে এসেছেন। আর এসকল কারণে তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে।