সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আপনাদের সেবা দিতে চায়। যদি আমার নাম্বার না থাকে তাহলে আপনারা ৯৯৯ এ ফোন দিলেই দ্রুত সেবা পেতে পারেন। ফতুল্লা মডেল থানায় পুলিশি সেবা যেমন জিডি কিংবা মামলা নিতে কোন টাকা-পয়সার লেনদেন হয়না। এটা কেউ যদি করে থাকেন সেটা সম্পূর্ণ বেআইনি।
শুক্রবার (১৬ এপ্রিল) জুম্মা নামাজ আদায়কালে পঞ্চবটি বায়তুল একরাম জামে মসজিদে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান এসব কথা বলেন।
তিনি স্থানীয় বাড়িওয়ালাদের প্রতি পরামর্শ দিয়ে বলেন, যারা বাড়ি ভাড়া দেন তারা ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র দেখে যাবতীয় খবর নিয়ে ভাড়া দিবেন যাতে ভবিষ্যতে কোন ঝামেলা পোহাতে না হয়। কারণ অনেকে মিথ্যে পরিচয়েও আপনার বাসা ভাড়া নিতে পারে।
‘মাদকের বাপারে আমরা জিরো টলারেন্স’ মস্তব্য করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, কোথাও কোন মাদকের আস্তানা থাকবে না।
আমরা চেষ্টা করে যাচ্ছি যদি এরকম কোন কিছু হয়, আমাদের সাথে সাথে জানাবেন। প্রয়োজনবোধে আমার কোন অফিসারকে যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন।
আপনার পরিচয় গোপন রাখা হবে। আমরা যতদ্রুত সম্ভব মাদককে সমাজ থেকে নির্মূল করবো, কিশোর গ্যাং নির্মূল করবো।