সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান স্বপরিবারে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের কোভিড টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনের এই দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
একই সাথে তার স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিহান ওসমান অয়ন ও মেয়ে অঙ্গনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। ডোজ গ্রহণ শেষে তিনি বলেন, এই যে লকডাউন বলা হচ্ছে।
আমি দেখে আসলাম কি লকডাউন আল্লাহই জানে। তিন ঘন্টা সোয়া তিন ঘন্টা লাগলো আসতে। আসলে মানুষ বুঝতে পারছে না কি করবে আসলে। কেউ এদিক দৌড় দিচ্ছে। কেউ ওদিক দৌড় দিচ্ছে।
এতোটুকু একটা দেশ ১৭ কোটি মানুষ। আপনি মানুষটাকে লুকাবেন কোথায় এটাও একটা সমস্যা। সবাই যদি স্বাস্থ্য বিধিটা মেনে চলেন। মাস্ক পড়েন। তাহলে হয়তো আল্লাহ রক্ষা করবে।