সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
ঢাকার বুড়িগঙ্গা নদীতে র্যাবের অভিযানে প্রায় দুই টন জাটকা উদ্ধার, দুই জনকে বিভিন্ন মেয়াদে সাজা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১২টা হতে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদীতে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী এলাকায় জাটকা ইলিশ বিক্রয় ও সংরক্ষন করার অপরাধে ০১ জনকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ০১ জনকে ১০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত প্রায় ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা মূল্যের প্রায় ০২ টন জাটকা ইলিশ জব্দ করা হয়।