সকাল নারায়ণগঞ্জঃ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশায় চাঁদাবাজির মামলায় ফতুল্লায় আজিজুলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোফাজ্জল করিম খাঁন জানান, চাঁদাবাজি মামলায় আজিজুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ইজিবাইক চালক রাসেল বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলো-মো.কবির হোসেন,স্বপন,সাইদুল,সোহেল, আমির ও রানা।
মামলায় বাদী বলেন, প্রায় ২ বছর ধরে তিনি ফতুল্লায় ব্যাটারিচালিত ইজিবাইক চালান। আজিজুলের হুকুমেউল্লেখিত আসামিরা পাগলা বাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা থেকে চাঁদাবাজি করে আসছে। গত ১৯ নভেম্বর ফতুল্লা থেকে পাগলা বাজার ষ্ট্যান্ডে গেলে তারা আমার কাছ থেকে ৩০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আজিজুলসহ অন্য আসামিরা আমাকে মারধরসহ আমার পকেটে থাকা ১২০০ টাকা নিয়া যায়। এ সময় আমার ইজিবাইকের সামনের গ্লাস ভেঙ্গে ফেলে। যাবার সময় প্রতি মাসে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।