সকাল নারায়ণগঃ ফতুল্লায় “আওয়ামী ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লা (AFCF)’’ ৩৫ সদস্য বিশিষ্ট গঠিত কমিটি নিয়ে ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অত্যান্ত উৎসব মুখর পরিবেশে এই ত্রী-বার্ষিক সম্মেলনে ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খন্দকার লুৎফর রহমান কে “সভাপতি” এবং আওয়ামী লীগের নেতা হাজী মো.গিয়াসউদ্দিন কে “সাধানর সম্পাদক” এর দায়িত্ব দেওয়া হয়।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শিবু মার্কেট কাঠেরপুল ফারিয়া নীট ফ্যাশনের অফিস কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অন্যান্য “আওয়ামী ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লা (AFCF)” যারা যে পদ পান তা হলো, সিনিয়র সহ-সভাপতি এইচ.এম ইসহাক, সহ-সভাপতি বদিউল আলম বদু,মাহাবুবুল হক মাসুদ, মো.আঃ মোমেন সিকদার,কামরুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদ লুৎফর রহমান স্বপন,স.ম আব্দুল জলিল,লতিফুর রহমান জুয়েল,সহ-সাধারন সম্পাদক মো জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মেম্বার আমির হোসেন সাগর,সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম লিটন,মো. শহীদুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক মো.রুহুল আমিন প্রধান,দপ্তর সম্পাদক শাহীন আলম,সহ-দপ্তর সম্পাদক খাইরুল বাসার,প্রচার ওপ্রকাশনা সম্পাদক মাহাবুব হোসেন,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজ উদ্দিন জনি, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন স্বপন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো,বাদল দ্ওেয়ান,ধর্ম বিষয়ক সম্পাদক,রমিজ উদ্দিন ঢালী,পরিবেশ বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান,আইন বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেম্বার জাহাঙ্গীর হোসেন, সমবায় বিষয়ক সম্পাদ মো. নিজাম উদ্দিন, নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার শিলা , কার্যনির্বাহী সদস্য এস.এম জানে আলম সেলিম, সৈয়দ মাসুদুর রহমান মাসুদ, শহিদুন্নবী সেলিম, শাহজালাল প্রধান ,মো. মোক্তার হোসেন,মো.জহিরুল ইসলাম, মো.আমির হোসেন, নজরুল ইসলাম লাভলু
বক্তারা এসময় এই সম্মেলন বলেন, আমাদের অনৈক্য ও নিস্ক্রিয়তার হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের দৌড়াত্বে আওয়ামী লীগের সংকটকালে এবং আমাদের গড় আয়ুর কাছাকাছি বয়সের জীবনের ক্লান্তিলগ্নে আমরা এক অপরের সহিত সৌহার্দ,ভ্রাতৃত্ব,বন্ধুত্ব আর রাজনৈতিক সঙ্গীর সম্পর্ক অটুট রাখার জন্য ফতুল্লা এলাকায় “আওয়ামী ফ্রেন্ডস সার্কেল ফতুল্লা (AFCF)”নামে একটি প্লাটফর্ম গড়ে তুলতে সফলতা অর্জন করেছি।