সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
যাত্রাবাড়ীতে রাজিব খান হত্যা মামলার অন্যতম আসামি ইজার আলী ও মোস্তাকুলসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারী) আনুমানিক সন্ধা ৬টার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনাল মাজার গেইট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ীর কাজলায় রাজিব হত্যা মামলার অন্যতম ০২ আসামীসহ ০৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ইজার আলী (৪০), মোস্তাকুল (৩৫) ও অলিউল্লা @ পোকা (২৮)। এসময় তাদের নিকট থেকে ০৩ (তিন) সুইচ গিয়ার চাকু, ১২ টি মোবাইল ও ০১টি হাত ঘড়ি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা সোমবার (১ ফেব্রুয়ারী) রাত অনুমান ৯টার সময় মৃত রাজিবকে টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মৃত রাজিবের ভাড়াটিয়া বাসায় ঢুকে ধারালো লোহার কেচি (সিজার) ও সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায় পরবর্তী চিকিৎসারত অবস্থায় রাজিব মারা যায় বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) যাত্রাবাড়ী থানায় একাটি হত্যা মামলা রুজু করা হয়েছে।