1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
ভুয়া চাকুরীদাতা প্রতিষ্ঠানের ০৮ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪ - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ-এর সাথে ইসলামী আন্দোলনের নেতৃকর্মীদের সাক্ষাত ইসলামী আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদকের মায়ের ইন্তেকাল বাস ভাড়া কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা সকালে নারায়ণশঞ্জ – এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা ও কেক কাটা

ভুয়া চাকুরীদাতা প্রতিষ্ঠানের ০৮ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ১৪৩ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টার (আশিক)

র‌্যাব-৪ এর অভিযানে রাজধানীর কাফরুল এলাকা হতে ভুয়া চাকুরীদাতা প্রতিষ্ঠানের ০৮ প্রতারককে গ্রেফতার ও চাকুরীপ্রার্থী ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। 


বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১২টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ‘এসবিএম ইন্টারন্যাশনাল টেকনোলজি’ নামক একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় কাফরুল থানাধীন উক্ত অফিসে অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ০৮ জন প্রতারকদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কামরুজ্জামান (৪৫), জেলা-লক্ষীপুর, মোঃ রিয়াজ হোসেন (৩৫), জেলা-নোয়াখালী, মোঃ রবিন মিয়া (২১), জেলা-শরিয়তপুর, মোঃ জামসেদ খান (১৯), জেলা-গোপালগঞ্জ, মোঃ শাহরিয়ার শেখ (২১), জেলা-খুলনা, মোঃ রিয়াদুল ইসলাম (১৮), জেলা- পিরোজপুর, মোঃ কামরুজ্জামান (১৭), জেলা-পঞ্চগড় ও মাহমুদুল আলম (২০), জেলা-চট্টগ্রাম।


এছাড়াও প্রতারকদের নিকট হতে ১০০টি চাকুরি নিয়োগ ফরম, ০২ টি রেজিষ্টার, ০১ টি ল্যাপটপ, ০২ টি ফরম বই, ০২ টি সিল, ৩০০ টি ভিজিটিং কার্ড, ১৪ টি মোবাইল এবং নগদ-১৩,৮০০/-টাকাসহ ১৩ জন চাকুরীপ্রার্থী ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ভিন্ন ভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকুরীর প্রলোভনের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিলো।


উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক সদস্যদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


অদূর ভবিষ্যতেও এরুপ অসাধু নব্য প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL