সকাল নারায়ানগঞ্জঃ বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকলা সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাতুন, মৎস কর্মকর্তা জেসমিন আক্তার, কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা, বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাা ডা.আব্দুল কাদের,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফারুক, সমাজ কল্যান কর্মকর্তা মুক্তার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, নির্বাচন অফিসার সাইবুর রহমান, আনসার বিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা আফসানা, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুস সালাম প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে খেলাধুলা ও সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে গ্রাম ভিত্তিক সৌন্দর্য বর্ধনের জন্য উদ্যোগ গ্রহণ করার দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।