সকাল নারায়ণগঞ্জঃ
গত ২০ নভেম্বর শুক্রবার ফরাজীকান্দা আহসান উল্লাহর বাড়ীর ভাড়াটিয়া বাড়ীর পিছনে থেকে এক নবজাতকে উদ্ধার করেন সজীব নামে একব্যক্তি সজিব বলেন, তিনি বাজার থেকে বাড়ি ফেরার সময় খালের পাড়ে নবজাতকের কান্না শুনতে পান।
পরে কাপড়ে মোড়ানো নবজাতককে উদ্ধার করে বন্দর থানায় নিয়ে যান।
তারপর পুলিশ তাকে হাসপাতালে পাঠায় বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুঁইয়া জানান, নবজাতককে উদ্ধারের পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার বাবা-মাকে খুঁজে বের করা হয়।
কিন্তু নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ফরাজীকান্দা এলাকায় এই নবজাতকের বাবা ওই এলাকার লাল মিয়া নামে এক ব্যক্তি।লাল মিয়া তিনি একটি ময়দার মিলে কাজ করেন।
এ ব্যাপারে লাল মিয়া বাদী হয়ে বন্দর থানায় স্ত্রী রিক্তা বেগম (৩০) কে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৩৪ (১১) ২০২০ ইং
কেন নবজাতককে ফেলে দিয়েছিলেন তা এখনও জানা যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে।