সকাল নারায়ণগঞ্জ অনলাইন ডেস্কঃ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করে বুধবার সকালে করাচিতে পৌঁছান বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। দুই দিন কোয়ারেন্টিন থাকার পর অনুশীলনে নামবেন তিনি।
বুধবার এক ভিডিওবার্তায় তামিম জানান, আজ সকালে করাচিতে এসে পৌঁছলাম। আগামী দুইদিন আমাকে কোয়ারেন্টিনে থাকতে হবে। আশা করছি কোভিড টেস্টের ফল আশানুরূপ হবে। ১৪ তারিখের ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। শিগগিরই দেখা হচ্ছে মাঠে।
করোনা আক্রান্ত হওয়ার কারণে পিএসএল খেলতে যাওয়া হয়নি বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।
এর আগে করোনা সংক্রমণের কারণে টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল স্থগিত করা হয়েছিল। সব ম্যাচ ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে।
তামিম এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলেছেন।