1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আদালতে বাদী পক্ষকে সাথে নিয়ে আসামী পক্ষের উপর আইনজীবীর হামলা - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় খানপুর হাসপাতাল পরিদর্শন ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ায় না:গঞ্জ কলেজের মেয়েদের ফুলেল শুভেচ্ছা জানালেন ডিসি শহীদ মিনারে ছাত্র পরিচয়ে বিভিন্ন অপকর্ম করছে নাফিস দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  না:গঞ্জে হেফাজতে ইসলামীর গণ জমায়েত অনুষ্ঠিত না:গঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেনকে বদলি রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১৮ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফতুল্লায় হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

আদালতে বাদী পক্ষকে সাথে নিয়ে আসামী পক্ষের উপর আইনজীবীর হামলা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ১৫৭ Time View
আদালতে বাদী পক্ষকে সাথে নিয়ে আসামী পক্ষের উপর আইনজীবীর হামলা
আদালতে বাদী পক্ষকে সাথে নিয়ে আসামী পক্ষের উপর আইনজীবীর হামলা (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ একটি যৌতুক মামলায় আদালতে হাজিরা দিতে এসে আইনজীবী ও বাদী পক্ষের হামলা ও মারধরের শিকার হয়েছেন আসামী পক্ষের লোকজনসহ অপর অপর এক আইনজীবীর সহকারি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় যৌতুক মামলার বাদী পক্ষের আইনজীবী মনিরুজ্জামান মন্টু ও আসামী পক্ষে থাকা আইনজীবী সহকারি সমিতির সাবেক সহসভাপতি মহিউদ্দিন সেন্টুর মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আইনজীবী মনিরুজ্জামান মন্টু ও তার সহযোগি কয়েকজন মিলে হঠাৎ করেই হামলে পড়ে আইনজীবী সহকারি সমিতির সাবেক সহসভাপতি মহিউদ্দিন সেন্টুর উপর। এসময় সেন্টুকে রক্ষা করতে গেলে আরও কয়েকজন ব্যক্তি মন্টু ও তার আইনজীবী দ্বারা লাঞ্ছিত হন। তবে, কী কারণে ওই মারামারির ঘটনা ঘটেছিলো সে বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু জানাতে পারেনি।

এদিকে মারামারির এই ঘটনায় পুরো আদালত পাড়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোর্ট পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত পেয়ে ফিরে আসে। বিস্তারিত আমাদের উপ-পরিদর্শক কামাল হোসেন বলতে পারবেন।

পরবর্তীতে কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ১০ মিনিট সময় নিয়ে জানান, একটি যৌতুক মামলায় হাজিরা দিতে এসেছিলেন আসামী পক্ষের লোকজন। হাজিরা শেষে যাওয়ার সময় বাদী পক্ষের লোকজন তাদেরকে মারধর করে। এসময় বাদী পক্ষের আইনজীবী আসামী পক্ষের একজনের কলার চেপে ধরেন। তেমন কোনো বড় ঘটনা ঘটেনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, এই ধরণের কোনো ঘটনার খবর শুনিনি। আমাদের কাছে কেউ কোনো অভিযোগও করেনি।

এদিকে এ প্রসঙ্গে জানতে আইনজীবী মনিরুজ্জামান মুন্টুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সেটি রিসিভ করেননি। ফলে এ প্রসঙ্গে তার পক্ষ থেকে কোনো ধরণের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়ে উঠেনি।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL