সকাল নারায়ণগঞ্জঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভালো কাজে এক মোহনায় এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে এর আয়োজনে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী-২০২০ এর প্রথম পর্ব উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৪ই জুলাই) বিকেলে আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে এর সভাপতি ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান’র উদ্যােগে এ বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মতিউর রহমান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি মতিউর রহমান ধলেশ্বরীর তীরে সংগঠনের সকল নেতৃবৃন্দসহ অত্র ইউনিয়নের মেম্বারদের সাথে নিয়ে এ বৃক্ষরোপন কর্মসূচী-২০২০ এর প্রথম পর্ব উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ৩হাজার বৃক্ষরোপণ করবেন, ধলেশ্বরীর তীরে সংগঠনের নেতৃবৃন্দরা।
এ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের সদস্য রানা আহমেদ রবি, ৪নং ওয়ার্ডের সদস্য রুহুল আমিন, ৯নং ওয়ার্ডের সদস্য ইকবাল মাহমুদ, ২নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম শাহীন, মহিলা মেম্বার সুমা আক্তার, আলেয়া বেগম, রওশন আরা, ধলেশ্বরীর তীরে এর যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ফকির, অফিস সেক্রেটারি মনিরুজ্জামান, স্পোর্টস সেক্রেটারি আহমেদ আলী রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।