1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
মহিলা সাংবাদিকরা ছবি তুলতে গেলে আসামী ও পরিবারকতৃক সাংবাদিকদের বিভিন্ন প্রকার হুমকি ও বাধা প্রদান - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন মহিলা পরিষদ না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে – মুফতি মাসুম বিল্লাহ কালীর বাজারে অগ্নিকাণ্ডের পরিস্থিতি পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত বন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভুল বুঝাবুঝির অবসান ইসলামী আন্দোলনের শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিমিয় BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে ফতুল্লায় আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২৪ উদযাপন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করা হয় রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন  হামলার প্রতিবাদে মানববন্ধন

মহিলা সাংবাদিকরা ছবি তুলতে গেলে আসামী ও পরিবারকতৃক সাংবাদিকদের বিভিন্ন প্রকার হুমকি ও বাধা প্রদান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ২২০ Time View
সাংবাদিকদের বিভিন্ন প্রকার হুমকি ও বাধা প্রদান
সাংবাদিকদের বিভিন্ন প্রকার হুমকি ও বাধা প্রদান ( ছবি সকাল নারায়নগঞ্জ )

সকাল নারায়নগঞ্জঃ ফতুল্লা থানার নব্য আওয়ামীলীগ ৭ জন আসামীর ছবি সাংবাদিকরা তুলতে গেলে আসামী ও পরিবারকতৃক সাংবাদিকদের বিভিন্ন প্রকার হুমকি ও বাধা প্রদান করা হয় ।

সোমবার(৪নভেম্বর) সকালে ফতুল্লা থানার মামলা নং ৯৫(৩)১৯ এর ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬দ.বি ধারায় ৯জন আসামীর মধ্যে ৭জন আসামী অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আত্নসম্পান করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিলে সাংবাদিকরা আসামীদের ছবি তুলতে গেলে এই ঘটনা ঘটে ।

প্রথমে আসামীদের ছবি তুলতে গেলে জামাই সেলিম সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করে এবং নিজেকে একজন বড় সাংবাদিক হিসেবে দাবী করে বলে,তোরা কি সাংবাদিক তোদের থেকে বড় সাংবাদিক আমি । তোরা আমার ছবি কি করে তুলবি তোদের আমি দেখে ছাড়বো ।

অপরদিকে আসামীদের পরিবারের সদস্যরা বলে দেখি কোন সাংবাদিক ছবি তুলে তোদের মেরে ক্যামেরা ভেঙে দিবো।

আসামীরা হলো ফতুল্লা থানাধীন রামারবাগের  আঃগফুরের ছেলে আজিম(২৫), মৃত নুর উদ্দীনের ছেলে জামাই সেলিম(৫৫), মারফত আলীর ছেলে রবিন(২৫), নুর ইসলামের ছেলে ইমু(২৮), আবু ওহাবের ছেলে হৃদয়(২৮), আব্দুর রবের ছেলে বরকত(৩০) ও আমজাদের ছেলে আলামিন(৩০)।

উল্লেখ্য ২০১৯এর মার্চের ২২তারিখ একটি বিচারে রামারবাগ মসজিদ সংলগ্ন রাস্তায় বাদী, ভিকটিম ও সাক্ষীরা আসকে আসামীরা রামদা,চাপাতি,লোহার পাইপ,হকিস্টীক সহ লাঠি দিয়ে হামলা করে আঃগফুরের নির্দেশে । এর ফলে দেলোয়ারের মাথায় কুপ দেয় । এবং উপস্থিত সকল বাদী ও সাক্ষীদের মারধর করে । কাঠেরপুলের মোঃতালেব আলীর ছেলে মোঃজুয়েল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করে । আসামীরা মামলায় জামিন পেয়ে মুক্ত থাকার পর ৪নভেম্বর পুনরায় আদালতে আত্নসম্পন করে জামিনের জন্য আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে ৭জন আসামীকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL