সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাসের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের মাঝে চাল দিয়ে সহায়তা করেছেন হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি।
মঙ্গলবার (৫ মে) সকালে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড হীরাঝিল আবাসিক এলাকায় নিজ অফিসে ৫শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন সংগঠনের সভাপতি এ.আর গোলাম হাবিবুল্লাহ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী ইউনুস মিয়া,হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মুসলিম সরকার ও সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সরকার সহ সংগঠনের আরো অনেক।
সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ বলেন,করোনায় কর্মহীন হয়ে পড়া ১ নং ওর্য়াডে পাঁচশত জনকে দশ কেজি করে চাল প্রতিজনের মাঝে বিতরণ করা হয়েছে।তারা যেনো খাবার সংকটে না থাকে তাই আজকে আমাদের এই কার্যক্রম।আমি বৃত্তবানদের বলবো এখনি সময় তাদের পাশে এসে দাড়ান।আসুন আমরা এসব মানুষদের যতটুকু পারি সামথ্য অনুযায়ী সহায়তা করি।ইনশাআল্লাহ আপনারা আমরা যদি সহায়তা করি তাহলে তারা খাদ্য অভাবে থাকবে না।
সাধারণ সম্পাদক ইউনুস মিয়া বলেন,দেশের অবস্থা খুব খারাপ।বিশেষ করে নারায়নগঞ্জের অবস্থা ভয়াবহ।এমন অবস্থায় সরকার সব কিছু বন্ধ ঘোষনা করেছে।কর্মহীন হয়ে পড়েছে অনেকে।এখানে অনেক মানুষ আছে চাইতে পারে না।তাদেরকে আমরা আজ ১০ কেজি করে চাল বিতরণ করেছি এমন ৫শ পরিবারের মাঝে।দেশের যেকোন দূর্যোগে সব সময় পাশে ছিলাম।এমন অবস্থায় আজ বাসায় বসে থাকতে পারি নি।আজ ছুটে এসেছি তাদের সহায়তা করতে।আপনারা দোয়া করবেন আপনাদের পাশে যেনো সব সময় থাকতে পারি।
সাংগঠনিক সম্পাদক মুসলিম সরকার বলেন,দেশের এই ক্লান্তিময় সময়ে যার যতটুকু আছে অসহায়দের পাশে এসে দাড়ান।আপনাদের আমাদের সহায়তায় একটি পরিবার না খেয়ে থাকবে না।তিনি পরিশেষে বলেন অসহায় মানুষগুলো চাল পেয়ে অনেক দোয়া করেছেন আমাদের জন্য।তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকের এই কার্যক্রম।