সকাল নারায়ণগঞ্জঃ
আজ পহেলা মে দিবস।এই দিবস উপলহ্মে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে ভুইয়া ফাউন্ডেশন।এর আগে ভুইয়া ফাউন্ডেশন গরীব,অসহায়,বেকার কর্মহীন মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন।
তবে এবার সোনারঁগা থানার অত্যান্ত অবহেলিত জনপদ হল মায়াদ্বিপ নামে খ্যত নুনের টেক চর।এই নুনের টেক বাস করে কয়েক হাজার মানুষ।যোগাযোগের পথ অত্যান্ত সরু হবার কারনে এখানকার মানুষ সব সময় ই থাকে অবহেলিত হয়ে।তাই এরুকম অবহেলিত ৪শ মানুষের পাশে দাড়িয়েছেন সোনারগাঁ ভুইয়া ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন বাবুল,কর্নধার আমিনুল ইসলাম ভুঁইয়া ও নাঃগঞ্জ জেলা প্রবাস ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদ সোনারগাঁ থানার সাধারণ সম্পাদক মো.মনির হোসেন।
শুক্রবার (১ মে) সকালে নুনেরটেকে তারা নিজ হাতে এরুকম অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার ইউএনও মো.সাইদুল ইসলাম।
লায়ন বাবুল বলেন,ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান ভূইয়া বাবুল বলেন, নুনেরটেক এলাকার অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে সাড়ে ৪ শ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।বারদি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মধ্যে ৪ হাজার ত্রাণ বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে ৮ টি ওয়ার্ডে ত্রাণ তৎপরতা শেষ হয়েছে। ইতোমধ্যে ৩হাজার ৬শ ৫০টি পরিবারের মাঝে ভূইয়া ফাউন্ডেশনের ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। একটি ওয়ার্ড বাকী রয়েছে। দু’একদিনের মধ্যে ওই ওয়ার্ডে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, আগামী এক মাস ব্যাপী এ ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। আগামী ঈদের আগে আরো একবার ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে।আল্লাহ যতদিন বাচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের সহায়তা করে যাবো।সব কিছুর মালিক আল্লাহ,আমি একমাত্র উছিলা।
সংগঠনটির কর্নধার আমিনুল ইসলাম বলেন,এই মাস রমজান মাস।এই মাস উপলহ্মে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে ভুইয়া ফাউন্ডেশন।আপনারা চিন্তা করবেন না। খাদ্যের অভাব হবে না।আপনারা আল্লাহর কাছে প্রাথনা করুন যেনো এই করোনা রোগ থেকে তিনি আমাদের মুক্তি দেন।আপনারা ঘরে থাকুন,সুস্থ থাকুন।আমরা আপনাদের খাবার পৌছে দিবো ইনশাআল্লাহ।
নাঃগঞ্জ জেলা প্রবাস ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদ সোনারগাঁ থানার সাধারণ সম্পাদক মো.মনির হোসেন বলেন,নুনের টেক বাস করে কয়েক হাজার মানুষ।যোগাযোগের পথ সরু হবার কারনে এখানকার মানুষ প্রায়ই অবহেলিত হয়ে থাকে।সোনারগাঁ ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এরুকম চর অঞ্চলে অবহেলিত মানুষের মাঝে খাদ্য দিয়ে সহায়তা করা হয়েছে।আপনারা ঘরে থাকুন,খাদ্যের অভাব হবে না।আমরা আপনাদের খাবার ঘরে ঘরে পৌছে দিবো।আপনারা আমার জন্য ও ভুইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন যেনো আপনাদের পাশে সব সময় থাকতে পারি।