সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়ার আয়োজন এবং দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে বন্দর উপজেলার নাসিম ওসমান মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ দোয়ার আয়োজন ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলার আড়াই হাজার মানুষের মাঝে ২০ কেজি করে চাউলের এ প্যাকেট বিতরণ করা হয়।
বন্দর জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের এর সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ সেলিম ওসমান।
খাদ্য সহায়তা প্রদান শেষে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় বিশ্ববাসীকে মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা করতে, নাসিম ওসমান সহ ওসমান পরিবারের প্রয়াত সকলের আত্মার শান্তি কামনা করে এবং সেলিম ওসমানসহ জীবিত সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন, নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রধান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফয়সাল সাগর, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, মহানগর ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম প্রমুখ।