সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ ৫নং ঘাট এর ৩নং মাছ ঘাটে খেয়া পারাপার চলছে। আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার সরেজমিন দেখা যায় এ চিত্র।
করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সারাদেশে চলছে লকডাউন। কোথাও কোথাও কিছু সীমিত সংখ্যক যান চলাচল করছে। এই সীমিত সংখ্যক এর বদলে ৩নং মাছ ঘাটে অসংখ্য মানুষ পারাপার হচ্ছে। সরেজমিনে দেখা যায়, একটি নৌকায় প্রায় ১২-১৫ জন মানুষ পারাপার হচ্ছে।
নদীর এপার আর ওপার দুই দিকেই রয়েছে মাছের বাজার। তারা এই খেয়া ঘাট খুলে কোনো নিয়মকানুন ও মানছেন না। এভাবে যদি অসংখ্য মানুষ পারাপার হয় তবে করোনা ভাইরাস কে মোকাবেলা করা সম্ভব হবে না। করোনার ঝুকি বাড়ার সম্ভাবনা খুবই বেশী।
তাই এই করোনা ভাইরাস এর ঝুকি থেকে সকলকে মুক্ত করতে দরকার প্রশাসনের কঠোর নজরদারি। তাই প্রশাসনকে এই বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।