সকাল নারায়ণগঞ্জঃ
টাঙ্গাইল -২ আসনের এমপি,দেশের প্রথম অর্থ সচিব,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড.ওয়াজেদ আলী খোকন।
শনিবার (২৫ এপ্রিল) রাতে তিনি এক শোক বার্তায় এই সমবেদনা ও শোক প্রকাশ করেন। শনিবার বিকেল ৪টা ১০মিনিটে রাজধানী গুলশানের নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল বিষয়টি নিশ্চিত করেছেন। পিপি বলেন,প্রধানমন্ত্রীর সংস্হাপন বিষয়ক সাবেক উপদেষ্টা ও সাবেক সাংসদ এবং বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সিএসপি খন্দকার আসাদুজ্জামান দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত থেকে আজ বিকেলে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বিশিষ্ট ব্যবসায়ী মশিউজজামান রুমেল এবং বর্তমান সংসদ সদস্য অপরাজিতা হকের বাবা এবং একাত্তরের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর শ্বশুর। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। সকলকে তার আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর নিকট প্রার্থনা করার অনুরোধ করছি।