সকাল নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ সরকারের আইন মন্ত্রী আনিসুল হক (এমপির) মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো.মোহসীন মিয়া।
শনিবার (১৮ এপ্রিল) রাতে তিনি এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো.মোহসীন মিয়া বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত আইনজীবী ও বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ প্রসিকিউটর অ্যাড.সিরাজুল হকের সহধর্মিণী জাহানারা হকের মতো একজন মহিয়সী নারীর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি ছিলেন এক রত্নগর্ভা মা। তাঁর মৃত্যুতে দেশ অনন্য এক ব্যক্তিত্বকে হারালো।তার মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলার সকল আইনজীবী গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। সকলকে তার আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর নিকট প্রার্থনা করার অনুরোধ করছি।
প্রসঙ্গত,আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক শুক্রবার দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।