সকাল নারায়ণগঞ্জঃ
বৈশ্বিক মহামারীর রূপ নেয়া কোভিড- ১৯ বা নভেল করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় ৫ কোটি টাকার আর্থিক সহায়তার অঙ্গীকার করেছে দেশের অন্যতম বৃহৎ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপ।
শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু ঢাকার পরেই সবচয়ে বেশী ঝুকিতে রয়েছে নারায়ণগঞ্জ, তাই নারায়ণগঞ্জবাসীর জন্য মডেল গ্রুপ এ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। আর্থিক এই প্রতিশ্রুতির অংশ হিসেবে সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে মডেল গ্রুপ ৪০ লাখ টাকা ব্যয়ে জেলার বিভিন্ন স্থান জীবানুমুক্ত ও পরিচ্ছন্ন কর্মসূচি পালন করবে এবং করোনা বিষয়ে সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টি করবে। খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় মডেল গ্রুপের কর্মরত ১৫ হাজার শ্রমিকদের মাঝে দেড় কোটি টাকার খাদ্য সামগ্রী বিতরণ করবে। চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান কর্মসূচিতে করোনা মোকাবেলায় নারায়ণগঞ্জে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত মানসম্মত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করবে। অর্থ সহায়তা কর্মসূচিতে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
অর্থ সহায়তা কর্মসূচি অনুযায়ী মডেল গ্রুপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ২০ লাখ, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে ২০ লাখ, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ একেএম সেলিম ওসমানকে ২০ লাখ, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে ২০ লাখ, পুলিশ সুপার মো. জায়েদুল ইসলামকে ১০ লাখ, মধ্যবিত্ত নাগরিকদের জন্য ২০ লাখ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য আরো ১০ লাখ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের ১০ লাখ, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানের জন্মস্থান নাসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টুকে ২০ লাখ, নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুকে ৫ লাখ এবং ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে ৩ লাখ টাকা আর্থিক সহযোগীতা দিবে।
মডেল গ্রুপের জিএম (উন্নয়ন) মনির সর্দার বলেন, ‘চ্যালেঞ্জিং এই সময়ে আমরা আমাদের জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন আমাদের দায়িত্ব হলো, যতটা সম্ভব অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো এবং তাদেরকে সাহায্য করা। যাতে তারা করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় সক্ষম হন। করোনাজনিত চ্যালেঞ্জের মাত্রা বিবেচনায় এবং বিভিন্ন পর্যায় থেকে তা মোকাবেলা করার লক্ষ্যে সহযোগিতার মাধ্যমে আমরা সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদার ও সুশীল সমাজের সাথে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও জানান, নারায়ণগঞ্জের সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মাসুদুজ্জামান সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠানটি বরাবরই আর্ত-মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রেখে কাজ করে আসছে। তাই মধ্যবিত্ত নাগরিকদের যে কোনো সাহায্যের জন্য মডেল গ্রুপের সঙ্গে যোগোযোগ করার অনুরোধ জানানো হয়েছে।