সকাল নারায়ণগঞ্জঃ
করোনা প্রার্দুভাব ছড়িয়ে পড়ায় কর্মহীণ হয়ে পড়েছে মানুষ। এমন পরিস্থিতিতে মায়ের নির্দেশে নিজের প্রাপ্ত সম্মানির সকল র্অথ সেইসব মানুষদের সেবায় কাজে লাগাবেন বলে ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় এক সাক্ষাতকারে তিনি এ ঘোষনার বিষয়টি নিশ্চিত করেছেন।এ প্রসঙ্গে কাউন্সিলর দুলাল প্রধান বলেছেন, বর্তমানে সারাবিশ্বের মত ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ।
আমরা নারায়ণগঞ্জবাসীও করোনা সংক্রমনের ঝুঁকিতে রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এমন দূর্যোগপূর্ণ অবস্থায় মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। কর্মসংস্থান বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে। তাই আমি মায়ের নির্দেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে যে সম্মানি অর্থ পেতাম তা ওইসব মানুষের মাঝে সহযোগীতায় বিলিয়ে দেয়ার জন্য মনস্থীর করেছি। যাদের বাসায় খাদ্য থাকবেনা খাদ্য সামগ্রীর পাশাপাশি ঔষধ সামগ্রীও বিতরণ করবো।
তিনি আরো বলেন, আমরা দোয়া করছি যেন দ্রুত এ থেকে আমরা উত্তোলন হই। তারপরেও যতদিন এ অবস্থায় আছি, ততদিন আমার সম্মানি সহ নিজ উপার্জিত টাকাও জণকল্যানে কাজে লাগাতে চাই। শুধু মাত্র আমার ও পরিবারের চলার জন্য চাল, ডাল খেয়ে বেঁচে থাকতে পারি সেই অর্থটুককু নিজের কাছে রাখতে চাই। তাই সকলের কাছে অনুরোধ থাকবে সকলেই যেন বাসায় থেকে এ ভাইরাস সংক্রমণ রোধে সহযোগীতা করে।