সকাল নারায়ণগঞ্জঃ
করোনাভাইরাস আতঙ্কে রয়েছে নারায়নগন্জ সহ গোটা দেশের মানুষ।
জেলা প্রসাশন থেকে শুরু করে,সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সাধারন মানুষ কে সচেতন ও নিয়ন্ত্রন করতে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দিচ্ছে সরকার।
কারণ, করোনার সংক্রমন ঠেকাতে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে সাধারন মানুষের মধ্যে দুরত্ব বজায় রাখা।
এরই মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (সরকারি হিসাবে এখন পর্যন্ত নয় জন), তাদেরকে কঠোর নিরাপত্তায় দাফন করা হয়েছে। কিন্তু, করোনার লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের মরদেহ নিয়েও জনমনে আতঙ্ক দেখা যাচ্ছে। সাধারন মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে মরদেহ থেকে কি করোনার সংক্রমণ ছড়াতে পারে?।